রাজনী‌তি

ফুলছড়িতে কঞ্চিপারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া জাতীয় পার্টিতে যোগদান

ফারুক হো‌সেন ফুলছ‌ড়িঃ

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার
‌কঞ্চিপারা ইউ‌নিয়ান আওয়া‌মিলীগ এর সা‌বেক সাধারন সম্পাদক ও সা‌বেক কঞ্চিপারা ইউ‌নিয়ান চেয়ারম‌্যন লিটন সরকার আজ ঘোষণা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান কর‌লেন ।
তার ভাষ‌্যমতে তিনি আওয়ামী লীগে থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং নির্যাতিত হয়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন কিন্তু তার এই রাজনৈতিক জীবনের বিভিন্নভাবে লাঞ্ছনা এবং গঞ্জনা সহ্য করে চলতে হয়েছে তাই এইসব লাঞ্ছনা-গঞ্জনার থেকে বের হয়ে আজ ৬ অক্টোবর ২২ ই উদাখা‌লি ইউ‌নিয়ান চত্ত‌রে জাতীয় পার্টির ডা‌কে এক বিশাল নির্বাচ‌নি সমাবেশ হয় সেখা‌নে তি‌নি এই ঘোষনা দেন ।

মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মৃত্যুতে গাইবান্ধা ৫ আসনটি শুন্য ঘোষণা করা হয় তাই আগা‌মি ১২ ই অক্টোবর এই আস‌নে উপনির্বাচন এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Back to top button