ফুলছড়িতে আলফা বীমা ব্যাংক এর ইউনিট ম্যানেজার কে মারধর লাখ টাকা ছিনতাই
ফুলছড়ি উপজেলায় হরিচন্ডি ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামে আলফা বীমা ব্যাংক এর ইউনিট ম্যানেজার হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ (২৫) কে পুর্ব প্রস্তুতি নিয়ে ওত পেতেথেকে পথ রোধ করে বীমা ব্যাংকের জমাদানের জন্য সাথে নগদ থাকা ১০০৫০০/ এক লক্ষ পাচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া সহ এলোপাতাড়ি মারপিটের ঘটনা ঘটেছে। এতে হাফেজ মোহাম্মদ হেদায়েতুল্লাহর মাথায় এবং বুকে পিঠে গুরু তর যখম হয় । এসময় শহিদুল ইসলাম নামে একজন তার বাড়িতে খবর দিলে হরিচন্ডি ইউপির মেম্বার মোঃ বাদশা মিয়া সহ ঘটনা স্থালে গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তির করেন । এবং কর্তব্যরত চিকিৎসক H/O assault চিকিসৎসা প্রদান করেন। হাফেজ হেদায়েতুল্লাহ জানান তিনি ঐদিন নৌকা যোগে গাইবান্ধায় কর্মস্থল যোগ দিতে আসামগিনের বাড়ির সামনের রাস্থায় মোটর সাইকেলে চরে সন্যাসির চরের নৌকার ঘাটের দিকে যাইতেছিলেন ।পথিমধ্য এই ঘটনা ঘটে । এ ঘটনায় মোঃহেদায়েতুল্লাহর পিতা মোঃ আব্দুস সালাম (৫৯) পিতা মৃত তৈয়ব আলী মুন্সি , সন্ন্যাসীর চর, বাদি হয়ে ফুলছড়ি থানায় একটি এজাহার দায়ের করেন যাহাতে উল্লখ্যে আসামি গন হলেন ১ নং আসামি মোঃ আব্দুল মান্নান ২ নং আসামি মোঃ আবু সাঈদ ৩ নং আসামী মোঃ আনোয়ার হোসেন ৪নং মোঃ সালাম মোহাম্মদ আল-আমিন ৬ নং মোঃ বাবু মিয়া ৭নং মোঃ মমিনুল ৮ নং মোছাঃ ইসমতারা ৯ নং মোছাঃ শামসুন্নাহার গং সবার সাং সন্ন্যাসীর চর । ঘটনাস্থলে গিয়ে সরোজমিনে তদন্ত করে জানা যায় ঘটনাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং জমি জমা সংক্রান্ত পূর্বপরিকল্পিত তাই সঠিক সময়ে তারক আক্রমন করে আসামিগন । হাফেজ হেদায়েতুল্লাহ কে পথরোধ করে ইউক্যলিপ্টার এর গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে কিল ঘুসি ও এলোপাতাড়ি ঢাং মারা সহ মারধর শুরু করেন এবং একপর্যায়ে তারা তার সাথে থাকা নগদ টাকা গুলো ছিনিয়ে নেয়। ঘটনটর সত্যতা শিকার করে স্থানিয় ইউপি সদস্য বাদশা মিয়া। এদিকে ঘটনাটির তদন্ত সাপেক্ষে আসামিগণকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রিপোর্ট লেখা পর্যন্ত ফুলছড়ি থানায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় ।