ফুলছড়িতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি প্রতিনিধিঃফারুক হোসেন
ফুলছড়িতে উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩রা এপ্রিল বুধবার ফুলছড়ি উপজেলার সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল এর সভাপতিত্বে শফিকুর রহমান খান CSPB প্রতিনিধি সমাজসেবা ফুলছড়ির প্রাণবন্ত উপস্থাপনায় সভায় বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মো:তমিজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন , ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই সেকেন্দার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষ থেকে মো; রোকন উদ্দিন, মোশারফ হোসেন উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটি কর্তৃক মনোনীত প্রতিনিধি, মোঃ শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম , ইউনিয়ন সমাজকর্মী জয়ন্ত কুমার প্রমূখ ।
এ সময় বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং,কিশোর গ্যাং , সুবিধাবঞ্চিত শিশুর অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শেষে উপজেলা সমাজসেবা অফিসার ফুলছড়ি কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার কে শিশু আইন ২০১৩ একটি কপি ও সিএসপিবি প্রকল্পের বিশেষ নির্দেশিকা ও ডকুমেন্ট প্রদান করেন।